Bibhutibhushan bandopadhyay biography in bengali

বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় জীবনী

Bibhutibhushan Bandyopadhyay Biography in Bengali

বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় জীবনী – Bibhutibhushan Bandyopadhyay Narrative in Bengali : অমর কথা সাহিত্যিক বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায় (Bibhutibhushan Bandyopadhyay) মূলত প্রকৃতি তন্ময়মূলক গল্প ও উপন্যাসের এক মহান রূপকার। বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায় (Bibhutibhushan Bandyopadhyay) এর সৃজনশীল সাহিত্য প্রতিভার অন্তরালে ছিল একটি অনুভবী এবং সংবেদনশীল মন যার সাহায্যে তিনি প্রকৃতির রঙ্গশালায় ঘটে যাওয়া এক একটির ঘটনার অসামান্য বিবরন প্রদান করে তাঁর সাহিত্য সম্ভারকে অন্যতর ভূমিকায় উদ্ভাসিত করেছেন।

 বিখ্যাত কথাসাহিত্যিক বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি সংক্ষিপ্ত জীবনী। বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় জবন নিয়ে বিস্তারিত আলোচনা করা হল। A short chronicle of Bibhutibhushan Bandyopadhyay. Bibhutibhushan Bandyopadhyay Delivery, Place, Litterateur, Poet, Poems, Biography confine Bengali are given below.

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কে ছিলেন? | Who is Bibhutibhushan Bandyopadhyay?

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (Bibhutibhushan Bandyopadhyay) (১২ই সেপ্টেম্বর, ১৮৯৪ – ১লা নভেম্বর, ১৯৫০) ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেন। বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায় (Bibhutibhushan Bandyopadhyay) বাংলা সাহিত্যের এক অতি পরিচিত নাম। তাঁর লেখা পথের পাচাঁলী এবং চাঁদের পাহাড় উপন্যাস দুটি আজও সকল বাঙালীর মন কাড়ে।

কথা সাহিত্যিক বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়ের জীবনী – Bibhutibhushan Bandyopadhyay Biography in Bengali

নাম (Name) বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায় (Bibhutibhushan Bandyopadhyay)
জন্ম (Birthday)১৮৯৪ খ্রিঃ ১২ ই সেপ্টেম্বর (12th September 1894)
জন্মস্থান (Birthplace)কাচড়াপাড়ার সমীপবর্তী ঘােষপাড়া – মুরাতিপুর গ্রামে মাতুলালয়ে 
অভিভাবক (Guardian) / পিতা ও মাতামহানন্দ বন্দ্যোপাধ্যায় (বাবা)

মৃণালিনী দেবী (মা)

দাম্পত্যসঙ্গী (Spouse)গৌরী দেবী , রমা দেবী
পেশা (Career) লেখক 
উলেখযোগ্য রচনাবলী পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতী, অশনি সংকেত, মেঘমল্লার, তালনবমী, চাঁদের পাহাড়, দৃষ্টিপ্রদীপ,দেবযান
উল্লেখযোগ্য পুরস্কাররবীন্দ্র পুরস্কার (মরণোত্তর, ১৯৫১)
সন্তানতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 
মৃত্যু (Death)১৯৫০ খ্রিঃ ১ লা নভেম্বর (1st November 1950)
মৃত্যু স্থানঘাটশিলা, বিহার 

বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম – Bibhutibhushan Bandyopadhyay’s Birthday bring Bengali :

প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায় (Bibhutibhushan Bandyopadhyay) ১৮৯৪ খ্রিঃ ১২ ই সেপ্টেম্বর (12th September 1894) কাচড়াপাড়ার সমীপবর্তী ঘােষপাড়া – মুরাতিপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন ।

বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিবার – Bibhutibhushan Bandyopadhyay’s Family :

বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায় (Bibhutibhushan Bandyopadhyay) এর পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায় , মাতার নাম মৃণালিনী দেবী । তাদের আদি নিবাস ছিল যশাের জেলার ( বর্তমান চব্বিশ পরগনা জেলার ) অন্তর্ভুক্ত বনগ্রাম মহকুমায় অবস্থিত ইচ্ছামতী নদীতীরস্থ ব্যারাকপুর গ্রামে । বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায় (Bibhutibhushan Bandyopadhyay) এর পিতা কথকতা ও পৌরােহিত্য করতেন । ফলে বাল্য ও কৈশাের কাটে দারিদ্র্য , অভাবে ও অনটনের মধ্যে । বিভূতিভূষণ দুই ভাই এবং তিন । বােনের মধ্যে ছিলেন সবার বড় ।

বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের শৈশব জীবন – Bibhutibhushan Bandyopadhyay’s Childhood :

বাংলার পল্লীর অপরূপ সৌন্দর্য বিভূতিভূষণকে শৈশব থেকেই মুগ্ধ করত । ফলে অতি অকিঞ্চিৎকর লতা – গুল্ম , ফুল – পাতা , পাখি । প্রকৃতির বুকের নিভৃতে লালিত প্রতিটি জীবনকে অতি নিবিড় ভাবে দেখার ও জানার সুযােগ পান । পরবর্তী কালে এই প্রকৃতি পাঠের বিস্তীর্ণ অভিজ্ঞতা নানাভাবে তার রচনাকে প্রভাবিত ও সমৃদ্ধ করেছে ।

বিভূতভূষণ বন্দোপাধ্যায়ের বাল্য জীবন :

বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায় (Bibhutibhushan Bandyopadhyay) এর শিক্ষা শুরু হয় গৃহে পিতার নিকটে । শৈশব থেকেই তিনি শিক্ষা জীবনের্তার মেধার পরিচয় দেন । 

বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাজীবন – Bibhutibhushan Bandyopadhyay’s Edification Life : 

বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায় (Bibhutibhushan Bandyopadhyay) ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন ১৯১৪ খ্রিঃ বনগ্রামের হাইস্কুল থেকে । কলকাতার রিপন কলেজ থেকে ১৯১৬ খ্রিঃ আই . এ ও ১৯১৮ খ্রিঃ ডিস্টিংশন নিয়ে বি . এ . পাশ করেন । 

  উচ্চতর পড়াশােনার জন্য এম . এ . ও ল ’ ক্লাশে ভর্তি হন । কিন্তু সংসারের প্রবল চাপে পরে পড়া বন্ধ রেখে চাকুরি নিতে বাধ্য হন । 

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলেজ জীবন – Bibhutibhushan Bandyopadhyay’s College Convinced :

কলেজে বি.এ. তৃতীয় বার্ষিক শ্রেণিতে পড়ার সময় বিভূতিভূষণের সঙ্গে বসিরহাটের মােক্তার কালীভূষণ মুখােপাধ্যায়ের কন্যা গৌরী দেবীর বিবাহ হয় । কিন্তু বিয়ের অল্পকাল পরেই গৌরীদেবীর অকালমৃত্যু ঘটে । এই দুর্ঘটনার বহুদিন পরে ৩ রা ডিসেম্বর ১৯৪০ খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার অন্তর্গত ছয়গাঁও নিবাসী যােড়শীকান্ত চট্টোপাধ্যায়ের কন্যা রমাদেবীকে বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায় (Bibhutibhushan Bandyopadhyay) বিবাহ করেন । এই দ্বিতীয় বিবাহ বিভূতিভূষণের সাহিত্য জীবনে গভীর প্রভাব বিস্তার করে । 

বিভূিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কর্মজীবন – Bibhutibhushan Bandyopadhyay’s Work Life :

কর্মজীবন শুরু করেন বিদ্যালয়ের শিক্ষকতার চাকুরিতে । প্রথমে হুগলী জেলার জঙ্গীপাড়া গ্রামের স্কুলে । পরে সােনারপুর হরিণাভি স্কুল এবং পরে কলকাতার খেলাতচন্দ্র মেমােরিয়াল স্কুলে । 

 হরিনাভি স্কুল থেকে নতুন স্কুলে চাকুরি নেবার আগে মধ্যবর্তী সময়ে তিনি কোনােরাম পােদ্দারের গােরক্ষিনী সভার প্রচারের কাজ করেন । তারপর খেলাতচন্দ্রের বাড়িতে গৃহশিক্ষকতার সূত্রে তার প্রাইভেট সেক্রেটারি ও পরে ভাগলপুর জমিদারীতে নায়েব তহশিলদারের কাজ করেন । ভাগলপুর শহরে বসবাস করতে থাকেন । এইভাগলপুর প্রবাস কালেইতার অমর উপন্যাস ‘ পথের পাঁচালী রচিত হয় । 

 অবশ্য পরে শিক্ষকতার কাজে ফিরে যান এবং শেষ জীবন পর্যন্ত গােপাল নগর স্কুলে শিক্ষকতা করেন বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায় (Bibhutibhushan Bandyopadhyay)

বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প – Bibhutibhushan Bandyopadhyay’s Story : 

প্রথম প্রকাশিত গল্প ‘ উপেক্ষিত ‘ , ১৩২৮ বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় মাঘ সংখ্যায় ছাপা হয় । প্রথম উপন্যাস ‘ পথের পাঁচালী ‘ । প্রকাশিত হয় ১৩৩৬ বঙ্গাব্দে । প্রথম উপন্যাসই তাকে শক্তিশালী কথা সাহিত্যিকের প্রতিষ্ঠা এনে দেয় । এরপর সাহিত্যচর্চার দীর্ঘ একুশ বছরের পরিসরে তিনি বহু উপন্যাস , ছােটগল্প , ভ্রমণকাহিনী এবং শিশু – সাহিত্য রচনা করেন ।

 বাংলার পল্লীপ্রকৃতির সঙ্গে গ্রাম্য – জীবনের দুঃখ , দারিদ্র্য , স্বপ্ন , আশা , প্রেম , ভালবাসার্তার রচনায় অপরিসীম দরদের সঙ্গে চিত্রিত হয়েছে । কেবল পল্লীপ্রকৃতিই নয় , তার রচনায় অরণ্য ধরা পড়েছে । তার সমস্ত রহস্যময়তা , প্রাণােচ্ছল সজীবতা ও বৈচিত্র্য নিয়ে।

 এক ভাবুক কবির দৃষ্টিতে দেখা অরণ্য প্রকৃতির এক অপরিচিত লীলায়িত রূপ বিধৃত হয়েছে তার বিখ্যাত ‘ আরণ্যক উপন্যাসে ।

বিভূতিভূষণের সাহিত্যে ব্যক্তিজীবনের প্রভাব থাকলেও ভারতীয় অধ্যাত্মবােধ ও তার সীমাহীনতার স্পর্শ প্রায় প্রতিটি লেখাকেই । সঞ্জীবিত করেছে । 

বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস – Bibhutibhushan Bandyopadhyay’s Novel :

বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায় (Bibhutibhushan Bandyopadhyay) দীর্ঘ একুশ বছরে সাহিত্যজীবনে গল্প , উপন্যাস , দিনলিপি , শিশুসাহিত্য মিলিয়ে প্রায় অর্ধশতাধিক গ্রন্থ রচনা করেন । এর মধ্যে নিঃসন্দেহে ‘ পথের পাঁচালী ’ ও ‘ অপরাজিত ইসর্বশ্রেষ্ঠ সাহিত্যকীর্তি । 

বিভূতভূষণ বন্দোপাধ্যায় গ্রন্থ – Bibhutibhushan Bandyopadhyay’s Books :

বিভূতিভূষণের রচিত উল্লেখযােগ্য অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে , ইচ্ছামতী , দেবযান , আদর্শ হিন্দুহােটেল , বিপিনের সংসার , মেঘমল্লার , মৌরীফুল , যাত্রাবদল , দৃষ্টিপ্রদীপ প্রভৃতি ।

 অনেক ক্ষেত্রে রােমাঞ্চক স্থানে ভ্রমণের মনােজ্ঞ কাহিনী বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায় (Bibhutibhushan Bandyopadhyay) বর্ণনা করেছেন তার বনে পাহাড়ে ও ‘ হে অরণ্য কথা কও ‘ নামক গ্রন্থদ্বয়ে এবং তার দিনলিপি জাতীয় গ্রন্থাবলীতে । কিশােরদের জন্য লিখেছেন মিমিদের কবচ , মরণের ডংকা বাজে , হীরা মানিক জ্বলে , চাদের পাহাড় প্রভৃতি ।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর পুরস্কার – Bibhutibhushan Bandyopadhyay’s Prizes :

বিভূতিভূষণের পথের পাঁচালী ইংরাজি ও ফরাসী ভাষায় অনূদিত হয়েছে । মৃত্যুর পরে ইচ্ছামতী উপন্যাসের জন্য তাকে রবীন্দ্র পুরস্কারে ভূষিত করা হয় । 

 জীবনের শেষ দশ বৎসর বিভূতিভূষণ তাঁর অতি প্রিয় পিতৃভূমি । ব্যারাকপুরে বাস করেছিলেন । অবশ্য একটানা নয় । মাঝে মধ্যেই তিনি ঘাটশিলায় গিয়ে থেকেছেন । এই সময়ে তিনি অজস্র শ্রেষ্ঠ পর্যায়ের সাহিত্য সৃষ্টি করেন । অনেকগুলি কালােচিত উপন্যাস ও বহু সার্থক রসােত্তীর্ণ ছােট গল্প এই সময়েই রচিত হয় । জীবনের প্রায় শেষ দিনটি পর্যন্ত তিনি সাহিত্য – সাধনায় ব্রতী ছিলেন । 

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর মৃত্যু : Bibhutibhushan Bandyopadhyay’s Death :

১৯৫০ খ্রিঃ ১ লা নভেম্বর , ঘাটশিলায় স্বগৃহে এই কালােজয়ী ঔপন্যাসিক বিভূতিভূষণ ৫৬ বছর বয়সে পরলােক গমন করেন।

বিভূতভূষণ  বন্দ্যোপাধ্যায়ের জীবনী প্রশ্ন ও উত্তর – Bibhutibhushan Bandyopadhyay Narration in Bengali (FAQ) :

  1. বিভূতভূষণ  বন্দ্যোপাধ্যায়ের জন্ম ।

উ:- ১৮৯৪ খ্রিঃ ১২ ই সেপ্টেম্বর ।

  1. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাজীবন ।

উ:- কলকাতার রিপন কলেজ ।

  1. বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের কর্মজীবন ।

উ:- বিদ্যালয়ের শিক্ষক ।

  1. বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের শৈশব ।

উ:- বাংলার পল্লীর অপরূপ সৌন্দর্য বিভূতিভূষণকে শৈশব থেকেই মুগ্ধ করত ।

5.বিভূিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পঃ ।

উ:- উপেক্ষিত ।

6.বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ ।

উ:-  ইচ্ছামতী , দেবযান , আদর্শ হিন্দুহােটেল , বিপিনের সংসার , মেঘমল্লার , মৌরীফুল , যাত্রাবদল , দৃষ্টিপ্রদীপ প্রভৃতি ।

  1. বিভূিভূষণ  বন্দ্যোপাধ্যায়ের পুরস্কার ।

উ:- রবীন্দ্র পুরস্কার ।

8.বিভূিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ।

উ:- ১৯৫০ সালের ১লা নভেম্বর ।

  1. বিভূিভূষণের সন্তানের নাম ।

উ:- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ।

  1. বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃতুস্থান ।

উ:- ঘটসিলা, বিহার ।

আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography shaggy dog story Bengali

আরও দেখুন,কাজী নজরুল ইসলাম জীবনী – Kazi Nazrul Islam Biography in Bengali

আরও দেখুন,Bankim Chandra Chatterjee Biography in Magadhan | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী

আরও দেখুন,শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী | Sarat Chandra Chattopadhyay Memoirs in Bengali

বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় জীবনী – Bibhutibhushan Bandyopadhyay Biography In Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় জীবনী – Bibhutibhushan Bandyopadhyay Biography Keep Bengali ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

Google News Reach Now

WhatsApp Channel Follow Now

Telegram Channel Follow Now

Debabrata Mandal

Copyright ©blogandro.xared.edu.pl 2025